পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার (০৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে চারদিনের সফরে বৃহস্পতিবার (০৮ মার্চ) ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং চারদিনের দ্বিপক্ষীয় সফরে রোববার (১১ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসএ হচ্ছে প্রথম চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ও আন্তঃসরকার বিষয়ক সংস্থা, যার সদর দপ্তর ভারতে। এর সচিবালয় হবে দিল্লির কাছাকাছি হরিয়ানা রাজ্যের গুরগ্রামের গোয়াল পাহারিতে।
জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ উদ্যোগ গ্রহণের ফলে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।
নয়াদিল্লী যাওয়ার আগে রাষ্ট্রপতি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন, যেখানে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবস্থান করেছিলেন। রাষ্ট্রপতি আসামের গৌহাটি হয়ে মেঘালয় থেকে নয়াদিল্লি যাবেন এবং ভারত, শ্রীলংকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সফর শেষে ১২ মার্চ (সোমবার) রাষ্ট্রপতির দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও আইই সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা চুক্তি, এফবিসিসিআই ও এমসিসিআই’র সঙ্গে সিঙ্গাপুরের দু’টি ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দু’টি চুক্তি।
এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।
সেখানে একটি সেমিনারে অংশ নেবেন শেখ হাসিনা। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০৭,২০১৮
কেজেড/জেডএস