ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে 'বন্দুকযুদ্ধে'  ডাকাত নিহত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
রংপুরে 'বন্দুকযুদ্ধে'  ডাকাত নিহত

রংপুর: রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) ভোরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই এলাকায় দু’টি ডাকাতির ঘটনা ঘটেছিল।

সেই থেকেই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ চালাচ্ছিলাম। গোয়েন্দা সূত্র ধরে কারা এই ডাকাতির ঘটনা ঘটাচ্ছে তা বের করার চেষ্টা করছিলাম। এমন অবস্থায় বুধবার ভোরে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় একজন নিহত ও আরেকজন আহত হয়। পরে সেখান থেকে চারটি রামদা, একটি পিস্তল, গুলি ও গুলির খোসা, হাইড্রোলিক কার্টার প্লাস উদ্ধার করা হয়।

নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে এবং আহত ডাকাত চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।