ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ক্যাম্পাসে ক্যাম্পাসে বাজছে ঐতিহাসিক ভাষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
খুলনার ক্যাম্পাসে ক্যাম্পাসে বাজছে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা

খুলনা: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৭ মার্চ আড়ম্বরপূর্ণ করে পালন করছে খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে মাইকে। দুনিয়া কাঁপানো ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে অনেক প্রতিষ্ঠানে হচ্ছে আলোচনা সভা।

বুধবার (৭ মার্চ) বেলা ১১টায় খুলনার বিএল কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

কলেজের প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতার আনুষ্ঠানিক ডাক আসে। ওই দিনের ভাষণকে কেন্দ্র করেই স্বাধীন হয়েছে বাংলাদেশ।

কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তুর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় দিবসটি পালন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন- কলেজের উপাধক্ষ্য প্রফেসর কেএম আলমগীর হোসেন, কলেজের ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক সহযোগী অধ্যাপক তবিবার রহমান, সহযোগী অধ্যাপক  ড. মো. শামীম প্রমুখ।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দিবসটি পালন করেছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি আযম খান কমার্স কলেজ, সুন্দরবন কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।  

এসব প্রতিষ্ঠানের মাইকে বাজানো হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চের ভাষণ। তবে কলেজে দিবসটি পালন করা হলেও মাধ্যমিক পর্যায়ের কয়েকটি স্কুল ছাড়া তেমন কোনো স্কুলে দিবসটি পালনে তৎপরতা দেখা যাচ্ছে না।  

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। খুবির অফিসার্স পরিষদের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর তালীমূল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।