ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে থ্রি-হুইলার খাদে পড়ে নানি-নাতনি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
পীরগঞ্জে থ্রি-হুইলার খাদে পড়ে নানি-নাতনি নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও এলাকায় থ্রি-হুইলার খাদে পড়ে নানি-নাতনির মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ-কাতিহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ফজিলা (৬০) ও তার নাতনি কবিতা (৬)।



স্থানীয়রা জানায়, ফজিলা নাতনি কবিতাকে নিয়ে সকালে থ্রি-হুইলারে করে রানীশংকৈল থেকে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথে বেগুনগাঁও এলাকায় যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফজিলা ও কবিতা। এ অবস্থায় নানি-নাতনিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।