ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে আগুনে পুড়লো ৮ দোকান, ক্ষতি ১ কোটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
না’গঞ্জে আগুনে পুড়লো ৮ দোকান, ক্ষতি ১ কোটি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কালিরবাজারে আগুন লেগে রঙের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

বুধবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টায় শহরের কালিরবাজারে অবস্থিত লুৎফর মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের লেলিহান শিখা দেখে সবাই দৌড়ে এসে আগুন নেভায়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে তাদের সঙ্গে যুক্ত হয়। ততক্ষণে মার্কেটে আটটি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ী হাসান জাহিদ জানান, সপ্তরঙ দোকানে ২৫ লাখ টাকার রঙ পুড়েছে, জামাল রেক্সিন হাউজের দুই দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়েছে, একটি প্লাষ্টিকের দোকান, বাশার শো-রুম, কালা মিয়ার বাইন্নার দোকানসহ আরো দু’টি দোকান পুড়েছে। সবমিলিয়ে এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ভোরে আগুনের সংবাদ পেয়ে আমাদের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি। আগুনে এক কোটি টাকায় উপরে মালামাল পুড়েছে বলে মালিকরা দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।