ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
ঢাবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ মার্চ) সকাল ৯টায় সাইড দেওয়াকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি পরিবহনের সহকারীকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের শীতলক্ষ্যা পরিবহনের শ্রমিকরা মারধর করায় বিক্ষুব্দ ছাত্ররা মহাসড়কে ব্যারিকেড দেয়।

পুলিশ জানায়, শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের গোদনাইল এসও রোড এলাকায় সাইড দেওয়া কেন্দ্র করে শীতলক্ষ্যা পরিবহনের একটি বাসের সহকারীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী পরিবহনের বাসের সহকারী টিপু সুলতানের হাতাহাতি হয়।

পরে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি শিমরাইল মোড়ে পৌঁছালে স্থানীয় শীতলক্ষ্যা পরিবহনের কয়েকজন চালক-সহকারী ওই গাড়ির চালক আলাউদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ শীতলক্ষ্যা পরিবহনের চালক মো. জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়।  

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শ্রমিককে প্রহার করার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টা ২০মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ইউটার্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস এলোপাথাড়ি করে রেখে অবরোধ করে। এসময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ (পিপিএম), ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার, টিআই শরিফ উল ইসলাম, ইন্সপেক্টর আজিজুল হক এবং বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী ছাত্রদের সঙ্গে আলোচনা শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।