বুধবার (০৭ মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য চিত্রে স্থান পাওয়ায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা এদেশের ক্ষতি করতে পরিকল্পনা করছে। তাদের ব্যাপারে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। এছাড়া তাদের প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু ও মুক্তিযোদ্ধা রাফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
টিএ