ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ই মার্চ উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
৭ই মার্চ উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুড়িগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

বুধবার (৭ মার্চ) দুপুরে সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে আনুষ্ঠানিকভাবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় কার্য্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, আবদার হোসেন বুলু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আব্দুল বাতেন, সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের এদিনেই মূলত জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৭ই মার্চের এই ভাষণটি গত বছরের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।