নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব জালাসীর আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫), চাঁনপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) ও পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ শ্রমিক।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ বাংলানিউজকে জানান, দুপুরে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চাপা পড়া ৯ শ্রমিককে উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন মারা যায়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা ৬টায় উদ্ধারকাজ শেষ ঘোষণা করে বলেন, এখানে আর কোন প্রাণের অস্থিত নেই।
তবে এখানে কিছু স্থাপনা ঝুঁকিপূর্ণ থাকায় এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮/আপডেটেড:১৮৩০ ঘণ্টা
আরএ