ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পানি ব্যবস্থার উন্নয়নে ৯১৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
পানি ব্যবস্থার উন্নয়নে ৯১৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব

ঢাকা: ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৯১৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (০৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ‘ডিজাইন, ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভিশন’ সংক্রান্ত কাজের জন্য পরামর্শক নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

৭৬ কোটি ৭৬ লাখ তিন হাজার টাকায় কাজ পেয়েছে এসটিসি সিউরেকা রোরেপ জয়েন্ট ভেঞ্চার।

ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৩, ৪ ও ১০ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সর্বনিম্ন দরদাতা নাভানা এবং প্রতিভা জয়েন্ট ভেঞ্চার ৪৪৮ কোটি ৯০ লাখ টাকায় কাজ পেয়েছে।

এছাড়া ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৯ কাজের প্রস্তাব অনুমোদন করা হয়। সর্বনিম্ন দরদাতা চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো, দরপ্রস্তাব ৩৮৯ কোটি ২৮ লাখ টাকা।  
সভায় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালার চর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়। মূল চুক্তি মূল্যের সঙ্গে ১৪ কোটি ১২ লাখ টাকা যুক্ত করা হয়েছে। ভেরিয়েশনের মূল্য বৃদ্ধির পরিমাণ ১৩ শতাংশ। মূল চুক্তি ছিলো ১০৮ কোটি ২৬ লাখ টাকা। ভেরিয়েশনসহ মোট চুক্তি মূল্য হবে ১২২ কোটি ৩৯ লাখ টাকা।

আর ২৫ হাজার মেট্রিকটন ব্যাট ফিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবে কাজ পেয়েছে মেসার্স হাইড্রো কার্বন, প্রতি মেট্রিক টন ৩৪৯ দশমিক ২০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৭২ কোটি ৭৬ লাখ টাকা।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

আগামী ২২-২৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে প্রাথমিক পর্যায়ে উত্তরণ আনুষ্ঠানিকভাবে উদযাপন উপলক্ষে জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয় কাজ সম্পন্নের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

অতিরিক্ত সচিব বলেন, সার্ভিস ক্রয়, যেমন অনুষ্ঠান আয়োজন, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়োগ ক্রয় করা হবে। অল্প সময়ের জন্য দরপত্রের সময় পাবো না বলে সরাসরি ক্রয় প্রস্তাবের জন্য আনা হয়েছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৫০৫ একর মাটি ভরাট কাজ সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে নীতিগত অনুমোদনের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

একমাত্র দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লি. কর্তৃক উৎপাদিত অটো ডিজ্যাবল (এডি) সিরিঞ্জ ক্রয়ের জন্য সরাসরি ক্রয় করতে পিপিএ, ২০০৬ এর ধারা ৬৮ অনুযায়ী জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে সভায়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।