বুধবার (৭ মার্চ) দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন।
এসময় পৌর ভূমি কর্মকতা মো. হারুন অর রশিদসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউএনও আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, উপজেলার এক নম্বর খাস খতিয়ানের ২২৭-২৮ নম্বর দাগের দ্বীপেশ্বর মৌজার ০.০৪.৭৫ একর (৪.৭৫ শতাংশ) জমি বেদখল হয়। পরে নানা জটিলতার কারণে জমি উদ্ধার করা যায়নি। দুপুরে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।
সরকারের আরও বেদলকৃত জমি উদ্ধার করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/