ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
কীর্তনখোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১

বরিশাল: বরিশালের চরমোনাই লঞ্চঘাট এলাকায় মুসল্লিবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় একজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বরিশাল নদী স্টেশনের সাব স্টেশন কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে ঘটনাস্থল কীর্তনখোলা নদীর চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ডুবুরিদল নিয়ে আমরা এসেছি। কিন্তু বড় বড় লঞ্চ থাকায় সেগুলো সরিয়ে বিকেল ৩টার দিকে মূল উদ্ধার অভিযান শুরু করতে হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে যেটুক জানা গেছে ট্রলারটি ডুবে গেলেও এর যাত্রীরা সবাই সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন। স্থানীয়রা নিখোঁজের কথা বলছেন। তবে এক ব্যক্তি তার ছেলে নিখোঁজের দাবি জানিয়ে কান্নাকাটি করেছেন।

কিন্তু প্রকৃতপক্ষে কেউ নিখোঁজ রয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তাই উদ্ধার অভিযান পরিচালনা করেই মূল বিষয়টি জানা যাবে।

বরিশাল নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, ট্রলারটি চরবাড়িয়ার প্রান্ত থেকে কীতর্নখোলা নদী পাড়ি দিয়ে চরমোনাই লঞ্চঘাটে দিকে আসে। এ সময় ঘাটে থাকা কীর্তনখোলা ১০ লঞ্চের পেছনে নোঙর করে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের তুলতে গিয়ে ট্রলারটি কাত হয়ে যায়। পেছনে থাকা অন্য একটি ট্রলার ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।