ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসি’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসি’র মতবিনিময় সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসি’র মতবিনিময়

সাতক্ষীরা: সাতক্ষীরার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইখতেখার হোসেন। 

বুধবার (৭ মার্চ) দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ মতবিনিময় হয়।  

এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা সাতক্ষীরার ভোমরা বন্দর ও পর্যটন শিল্প, রপ্তানিযোগ্য আম, কুল ও চিংড়িসহ বিভিন্ন সম্ভাবনা এবং জরাজীর্ণ রাস্তা-ঘাট, হাসপাতালে সুচিকিৎসা না পাওয়া, সুশাসনের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

 

পরে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইখতেখার হোসেন বলেন, সাতক্ষীরায় অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সুশাসন নিশ্চিত করে সমস্যা সমাধানের মাধ্যমে এ জেলাকে একটি মডেল জেলায় পরিণত করা হবে। জেলা প্রশাসনের দ্বার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।  

মুক্ত আলোচনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আবদুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ড. দিলীপ দেব, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, আবুল কাসেম, অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।  

সভায় অন্যান্যের মধ্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন উপস্থিত ছিলেন।  

এদিকে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পরে একই স্থানে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।