বুধবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের গাছবাড়ি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর অঞ্চল।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে রংপুর-ঠাকুরগাঁও, নীলফামারীসহ বিভিন্ন জেলার প্রায় দুই শতাধিক বিড়ি ভোক্তা অংশ নেন।
বিড়ি ভোক্তা পক্ষ রংপুর অঞ্চলের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জয়দেব রাম, প্রচার সম্পাদক পলাশ রায়, ভোক্তা নজরুল ইসলাম, জগদীশ রায় প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করেছিলেন। আর বর্তমান অর্থমন্ত্রী দেশের বিড়ির ওপর প্রতিবছর অধিক হারে কর আরোপ করছেন। এতে বিড়ি শিল্প ধ্বংসের দিকে যাচ্ছে। শুধু তাই নয়, ২০১৭ সালের ৩০ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, দুই বছরের মধ্যে দেশে বিড়ি শিল্প বন্ধ করে দিবেন। তাহলে বিড়ি শিল্পে জড়িত দেশের প্রায় ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। তাদের কথা চিন্তা করে এ শিল্পকে রক্ষা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/