ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জনদুর্ভোগ সৃষ্টি করায় নেত্রকোনায় ৫ ব্যক্তির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
জনদুর্ভোগ সৃষ্টি করায় নেত্রকোনায় ৫ ব্যক্তির জরিমানা জনদুর্ভোগ সৃষ্টি করায় নেত্রকোনায় ৫ ব্যক্তির জরিমানা

নেত্রকোনা: নেত্রকোনা শহরে জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে নির্মাণ সামগ্রী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড রাখায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ মার্চ) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজীর শহরের মোক্তারপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর বাংলানিউজকে জানান, অভিযানে এনামুল হক ও ইনুছ আলী নামে দু'জনকে ১৫০০ টাকা করে এবং আনিছুর রহমান, রতন মিয়া এবং সুজিত সরকারকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

জনদুর্ভোগ এড়াতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।