ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নকল প্রসাধনী কারখানায় অভিযান, ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
নকল প্রসাধনী কারখানায় অভিযান, ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় প্রসাধনী জব্দ এবং কারখানা মালিকসহ দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (০৭ মার্চ) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত  উপজেলার ফলহর এলাকায় ওয়েলকাম কসমেটিক্স অ্যান্ড ক্যামিক্যাল নামে কারখানাটিতে এ অভিযান চালানো হয়।

এসময় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিমউদ্দিন ও এএসপি নাজমুল কারখানার মালিক একে আজাদ ও ম্যানেজার মনিরকে আটক করেন।

পরে একে আজাদকে দেড় বছর ও মনিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে অবৈধ মালামাল জব্দ ও অনুমতিহীন কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক রিগেন বৌদ্ধ, নারায়ণগঞ্জ ড্রাগ সুপার একরামুল হক প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ ব্যবসা করছিল মালিকপক্ষ। এসব প্রোডাক্টের কোনো অনুমতি নেই।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।