বুধবার (০৭ মার্চ) ভোরে রত্নাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হন তিনি।
জানা গেছে, রাজিব উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মধ্য কাশিবাড়ী গ্রামের মংলু মোহাম্মদের ছেলে।
আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আকালু বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ওই সীমান্তের নাগর নদীর তীরে ঘাস কাটছিল উপজেলার বারসা গ্রামের নাঈম (৯)। এসময় ভারতের গোয়ালপুর থানার নাটুয়াটুলি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হয় সে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই