বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকন্দর গ্রামে এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালে ভর্তি আইন ও সালিশ কেন্দ্রের মাঠ কর্মী শামছুন্নাহার বাংলানিউজকে জানান, মাগুরা শহরের পূর্বপাড়ার বাসিন্দা রকিবুল ইসলাম রিপুর স্ত্রী ফারজানা আক্তার রানী স্বামীর মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে এ বছরের শুরুর দিকে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান।
বুধবার দুপুরে ফারজানাকে আদালতে হাজির করা হয়। তিনি আইনজীবীর মাধ্যমে ফারজানার জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। ফারজানার ইচ্ছানুযায়ী আদালত তাকে আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায় জামিন দেন। জামিনের পর পুলিশ হেফাজতে তারা বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা বাস টার্মিনাল থেকে ঈগল পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি মাগুরা সদরের লক্ষ্মীকন্দর এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে বাসটিকে থামানো হয়। এরপর রিপুর নেতৃত্বে চার/পাঁচজনের একটি অস্ত্রধারী দুর্বৃত্ত দল বাসের ভেতরে ঢুকে তাকে ও ফারজানাকে মারধর করে বাস থেকে নামিয়ে নেন। এসময় তাকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে ফারজানাকে তারা মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আল হাসান বাংলানিউজকে জানান, আসকের প্রতিনিধিসহ অপহৃত ফারজানাকে তাদের চাহিদানুযায়ী পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল। পথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/