ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
সোনারগাঁওয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। 

বুধবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার মল্লিকের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার বাংলানিউজকে জানান, যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।

এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়।  

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কাইয়ুম আলী।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।