ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২ দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
টেকনাফে ২ দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে বাইল্যা (৩০) নামে এক দস্যু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই দস্যুকে গ্রেফতার করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আবদুর রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।  

এ সময় নুরুল আলম নামে এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। গ্রেফতার দু’জনেই আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।