বুধবার (৭ মার্চ) দিনগত গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ডিউটিরত অবস্থায় তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল বাংলানিউজকে জানান, বুধবার পুলিশের এক এএসআইকে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআরএস