ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৪৪ হাজার ইয়াবাসহ এএসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
৪৪ হাজার ইয়াবাসহ এএসআই আটক

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সরোয়ার্দীকে ৪৪ হাজার ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশ। 

বুধবার (৭ মার্চ) দিনগত গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ডিউটিরত অবস্থায় তাকে আটক করা হয়।  

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল বাংলানিউজকে জানান, বুধবার পুলিশের এক এএসআইকে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।