বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নকল ডিও লেটার নিয়ে একটি চক্রের বিভিন্ন দপ্তরে যাওয়ার বিষয়টি মন্ত্রীর নজরে এসেছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, যে কোনো সরকারি-বেসরকারি দপ্তরে বদলি, পদোন্নতি, নতুন চাকরিপ্রাপ্তি ইত্যাদি বিষয়ে তিনি কোনো ডিও লেটার কাউকে দেন না।
এসব বিষয়ে কোনো ব্যক্তি ডিও লেটার নিয়ে গেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের বাংলানিউজকে জানিয়েছেন, অসাধু চক্রটির বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসএ/এইচএ/