বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। পরে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট আদালতের সহকারী কমিশনার (এসি -প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী ও অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু পরে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তারা বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ওই দশদিনই মঞ্জুর করেন আদালত। আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনইউ/এসএইচ