ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পরিবহনে ডাকাতি, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
বাগেরহাটে পরিবহনে ডাকাতি, আহত ৪

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলাগামী মেঘনা পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজারসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ মার্চ) রাত ২টার দিকে জেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাড়ির চালক রাজু মল্লিক (২৬), সুপারভাইজার কামরুল তালুকদার (৩০), যাত্রী রাহাত হোসেন (২২) ও ইমরান হাওলাদার (১৫)।

তাদের রাতেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে সুপারভাইজার কামরুলের অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুপারভাইজার কামরুল বাংলানিউজকে বলেন, মেঘনা পরিবহনের বাসে ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রায়েন্দা যাচ্ছিলাম। রাত ২টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা ডাকাত দলের পাঁচ সদস্য আমাকে বাসের মধ্যের কলাপসিবল গেট খুলতে বলে। গেট খোলার সঙ্গে সঙ্গে তারা আমাকে মারপিট ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আমার কাছে থাকা ১৬ হাজার টাকা নিয়ে যায়। পরে চালককেও মারধর করে। এরপর অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে সাইনবোর্ড বগি সড়কের দৈবজ্ঞহাটী এলাকায় ডাকাতদল নেমে যায়।

বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিকস) বাংলানিউজকে বলেন, কামরুল তালুকদার নামে একজন রোগী এখানে ভর্তি হয়েছে। তার শরীরে চার থেকে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাংলানিউজকে বলেন, ডাকাতির ঘটনা মোরেলগঞ্জ থানা এলাকায় ঘটেনি। রাতে পুলিশ টহলে ছিলো। এটা ঘটেছে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া থানা এলাকার উঁচু ব্রিজের কাছে। কচুয়া থানা পুলিশ ওই এলাকায় দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা ছিলো না।

এদিকে, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বাংলানিউজকে বলেন, ডাকাতির ঘটনা শুনেছি। এটা কচুয়ার মধ্যে নয়, মোরেলগঞ্জের মধ্যে ঘটেছে। কারণ, কচুয়া থানা পুলিশের 
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকন টহল গাড়ি নিয়ে সাইনবোর্ড থেকে ঢাকার সকল পরিবহন মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছে। দৈবজ্ঞহাটির পরেই ডাকাতির ঘটনা  ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।