বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাদী হয়ে নিকাহ রেজিস্টারসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে বুধবার (৭ মার্চ) দিনগত রাতে গোপনে কাজী বাড়িতে বাল্যবিয়ের প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের নুর জামালের ছেলে বর আনোয়ার হোসেন (২৯), একই এলাকার আলম মিয়ার স্ত্রী মর্জিনা খাতুন (২৫), আব্দুল কুদ্দুসের স্ত্রী সোনিয়া বেগম (২৬), আনু মিয়ার স্ত্রী মোমিনা খাতুন (২৮), নুর আমিনের ছেলে আলম মিয়া (৩০) ও আবুল কাশেমের ছেলে আব্দুল কুদ্দুস (২৯)।
মামলার বাদী এসআই সেলিম রেজা বাংলানিউজকে জানান, সদর উপজেলার ফুলগাছ এলাকার মৃত আলতাব হোসেনের মেয়ে আদুরী খাতুনের (১৪) সঙ্গে বিয়ের আলোচনা চূড়ান্ত হয় নুর জামালের ছেলে আনোয়ার হোসেনের। বয়স পূর্ণ না হওয়ায় কনের বাড়িতে ছোট পরিসরে আপ্যায়নের আয়োজন চলে। বিয়ের মূল আনুষ্ঠানিকতা নিজ বাড়িতে প্রস্তুত করেন মোগলহাট ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী ওমর আলী।
কথামতো কনে পক্ষের লোকজন কাজী বাড়িতে উপস্থিত হলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজীসহ কনে পক্ষের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।
এরপর বর পক্ষ কাজী বাড়িতে উপস্থিত হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় বাল্যবিয়ে প্রস্তুতির দায়ে নিকাহ রেজিস্টার ওমর আলী ও বর পক্ষের আটক ছয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরবি/