কর্মসূচির মধ্যে ছিলো- র্যালি, আলোচনা সভা ও পাঁচ দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দফতর, সরকারি-বেসরকারি দফতর, সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে সফল হয়েছে। নারীদের আরও উন্নয়নে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নারীকে পুরুষের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিকসহ প্রতিটি কাজে সম্পৃক্ত করতে হবে। সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নারীরা মেধা ও যোগ্যতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। তৃণমূল পর্যন্ত নারীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, নারীরা আজ ঘরে বসে নেই। শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, ও সশস্ত্রবাহিনীসহ সব পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। পুরুষের চেয়ে নারীরা সব কাজে সফল।
খুলনা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসানের সভাপতিত্বে আলাচনা সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অলোকা নন্দা দাস এবং কেয়ারের প্রতিনিধি সাজেদা ইয়াছমিন।
স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। এতে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের নেতারা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এর আগে সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান পাঁচ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন। সকাল সাড়ে ৮টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্ত্বরে বিকেলে নারীদের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমআরএম/জিপি