মিজানুর ওই উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালমাই বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, মিজানের পরিবারের সঙ্গে একই গ্রামের কিছু লোকের জমি
নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। সকালে মিজান মোটরসাইকেলে করে আদালতে
যাচ্ছিলেন। পথে একই গ্রামের তার প্রতিপক্ষ মাইদর আলী, আবুল কাসেম, আলমাছ ও
মনির তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআরএস