বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ত্বকী হত্যা ও বিচারিকহীনতার পাঁচ বছর’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি।
সংগঠনের সদস্য সচিব হালিম আজাদ লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। ওই রাতেই ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-১১ এর কার্যালয়ে চিঠি দেন। এর দু’দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষা নদীর খালের পাড় থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। ৮ মার্চ রাতেই ত্বকীর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ ৫ বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম থেমে আছে। কেন আছে? তা জানি না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। সেই স্বপ্ন আজ দেউলিয়া হয়ে গেছে। তাইতো ত্বকী হত্যার মতো ঘটনাগুলোর বিচার হচ্ছে না।
আগামী নির্বাচনের আগেই ত্বকী হত্যার বিচার দাবি করে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, পাঁচ বছর হয়ে গেল। কিন্তু ত্বকী হত্যার বিচার হলো না।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ড. শফিউদ্দিন আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এমএইচ/এএটি