বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাওন একই গ্রামের শ্রী লাল মোহনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল শাওন। এসময় মাটি ভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক আগেই পালিয়ে গেলেও তার হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই