বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতির মৃত্যু হয়।
নিহত প্রসূতির নাম ঝুমা আক্তার (২৪)।
আটকেরা হলেন- ডা. অমল কুমার, ডা. বদরুদ্দোজা, নার্স লাকী, ঝর্ণা। অপর নার্সের নাম জানা যায়নি।
জানা গেছে, সিজারের পর রোগীর জরায়ুর সমস্যার কারণে তাকে পর পর তিনবার অপারেশন করা হয়। ঝুমা ৩ থেকে ৪ ঘণ্টা আগে মারা গেলেও স্বজনদের ৪ ব্যাগ রক্ত আনার কথা বলেন চিকিৎসক।
প্রসূতির দেবর শাহেদ বলেন, আমরা বার বার বলেছি যদি আপনারা না পারেন রোগীকে ছেড়ে দেন, আমরা ঢাকা নিয়ে যাই। তারপরও তাকে হাসপাতালে রেখে ভুল চিকিৎসা করা হয়েছে। ভাবী মারা যাওয়ার ৪ ঘণ্টা পর আমাদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা সকালে রোগীকে ভর্তি করিয়েছি। এ ঘটনায় আমরা দোষীদের বিচার চাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জয়নাল জানান, রোগীর মৃত্যুর ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরআর