বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ লাল কার্ড প্রদর্শন করে।
নারী নির্যাতন রুখতে এসময় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিও পালন করে।
বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ভূঞাপুর ও ফলদা পল্লী সমাজের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ব্র্যাকের উপজেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম, নারী নেত্রী শামীমা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইল জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ