ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাস্তবায়নের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাস্তবায়নের দাবি সংযুক্ত মহিলা পরিষদের মানববন্ধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস বাস্তবায়নের দাবি জানিয়েছে সংযুক্ত মহিলা পরিষদ (এসএমপি)।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সংযুক্ত মহিলা পরিষদের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নারী, শিশু ধর্ষণ ও পাচার রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গার্মেন্টসে নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে সবেতনে।

‘সমাজের সব ক্ষেত্রে নারী-পুরুষের মর্যাদাশীল সহাবস্থান চাই। নারী নিপীড়নকে অমানবিকতা বিবেচনা করতে হবে। সংসার ও সমাজে নারীর সম্মান পুরুষকে এবং পুরুষের সম্মান রক্ষা করতে হবে নারীকে। ’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বীনা চৌধুরী, কোষাধ্যক্ষ শেফালী হোসেন, সাংগঠনিক সম্পাদক আছিয়া খানম নীলু, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।