বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুদ্দুস মিয়ার নতুন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম একই এলাকার শহীদ উল্যার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুদ্দুস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিমকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যববায়ী। তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি