বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে শহরে জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিপা শহরের চাষাঢ়ায় রেলস্টেশন এলাকার রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর রফিকুল ইসলাম ফকিরের মেয়ে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের জামতলা নানি বাড়ি থেকে নানির সঙ্গে নিজের বাসায় যাওয়ার জন্য রাস্তা পারা হচ্ছিলো। এ সময় মালবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকমে) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মারা যায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে মামলা দায়েরের পর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
জিপি