বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী প্রায় ৫ কিলোমিটার সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, দিনাজপুর শহর-দশ মাইল মহাসড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা করে দখল করে রাখে।
এবারও অভিযান পরিচালনা করে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে অভিযান পরিচালনা দল সূত্রে জানা যায়।
সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সচিব, এস্টেট ও আইন বিষয়ক কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে দিনাজপুর জেলার সরকারি কলেজ মোড় থেকে পলিটেকনিক কলেজ মোড় পর্যন্ত অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মাছুম সারোয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার, সহকারী প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম, সার্ভেয়ার মো. সগীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
জিপি