বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা থেকে তাকে আটক করা হয়। আজিজ হাসান একই উপজেলার ভাড়ুখালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সাতক্ষীরা-ভোমরা সড়কে অবস্থান নেয়। এ সময় একটি ইঞ্জিনভ্যান মাহমুদপুর বাদামতলার মাঝামাঝি স্থানে পৌঁছালে দাড়ানোর সিগন্যাল দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে ভ্যানচালক দ্রুত পালিয়ে যান। পরে ভ্যানে থাকা যাত্রীর শরীর তল্লাশি করে দুই কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য আনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি