ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই আটক

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকে (২৮) আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এ সময় তার কাছ থেকে ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব এবং মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

সিটিটিসি’র উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এনামুলের কাছ থেকে ফয়জুলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।  

তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে শাবিপ্রবি ক্যাম্পাসে গত ৩ মার্চ (শনিবার) বিকেলে এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামে এক যুবক। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।