বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জানাউরা করইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক হৃদয় দেবনাথ মাদক ব্যবসা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে রাজন তার ওপর হামলা চালায়। এ ঘটনায় হৃদয় দেবনাথ রাজনকে প্রধান আসামি করে মামলা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে করইতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাংবাদিককে হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি