ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই খুনের ঘটনায় ৯শ’ জনের বিরুদ্ধে মামলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
সিলেটে দুই খুনের ঘটনায় ৯শ’ জনের বিরুদ্ধে মামলা 

সিলেট: সিলেটে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় ৯শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া বাদী হয়ে ১০৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮শ’ জনের বিরুদ্ধে এ মামলা করেন।  

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিরখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার ছেলে সাইফ ও মুহিদকে প্রধান ও দ্বিতীয় আসামি করা হয়েছে।

 

গত মঙ্গলবার (৬ মার্চ) সকালে দক্ষিণ সুরমার বরইকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার তেলিরখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলফু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গৌছ মিয়া পক্ষের শ্রমিক লীগ নেতা মাসুক মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন ২৭ জন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনইউ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।