বৃহস্পতিবার (৮ মার্চ) সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া বাদী হয়ে ১০৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮শ’ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিরখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার ছেলে সাইফ ও মুহিদকে প্রধান ও দ্বিতীয় আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার (৬ মার্চ) সকালে দক্ষিণ সুরমার বরইকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার তেলিরখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলফু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গৌছ মিয়া পক্ষের শ্রমিক লীগ নেতা মাসুক মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন ২৭ জন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনইউ/আরআর