বৃহস্পতিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের কাজী বাড়ি থেকে ইয়াবাসহ হাতে-নাতে তাকে আটক করা হয়। আটককৃত মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে।
আটকের বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে আটক করা হয়। মহসিন একজন হাফেজে কোরআন। তাকে আল্লাহ-রাসূলের কসম দিলে, সে স্বীকার করে গত ছয় মাস যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা থাকার ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা. মার্চ ০৯, ২০১৮
এসএম/এমএইউ/