বৃহস্পতিবার (০৮ মার্চ) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে ওই দুই উপজেলা থেকে মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রাম থেকে সানোয়ার হোসেন ও মামুনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ৬ বোতল ভারতীয় মদসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা ও মদের মূল্য চব্বিশ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসএম/এমএইউ/