ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আগুনে পুড়লো ১০ ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ঝিনাইদহে আগুনে পুড়লো ১০ ঘর

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নারকেল বাড়িয়া ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে আবাসন প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুরে কুশাবাড়িয়া গ্রামে আবাসন প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে আগুনে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।