ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহাকারী পরিচালক নাহিদ হাসান জনি এ তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া (দড়িবাউশিয়া) গ্রামের মো. কবির হোসেন (৩৫), নতুন চরচাষি গ্রামের জুয়েল রানা (২৮) ও মাহবুব সরদার (২৮)।

সহাকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের গজারিয়া থানার ভাটেরচর এলাকা থেকে ওই তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে শুটারগান, ছয়টি আরএনডিএস গোলাবারুদ, চাইনিজ কুড়াল, ছোরা, জিআই পাইপ, মোবাইল ফোন, শ্রীলঙ্কান নাগরিকের কাছ ডাকাতি করা দু’টি ল্যাপটপ, পাসপোর্ট ও মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।