পুরস্কার প্রাপ্তরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান।
শুক্রবার (৯ মার্চ) দুপুরে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে এ পুরস্কার দেওয়া হয়েছে।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সফলতা অর্জন করায় তাদের এ বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
এরআগে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমএএএম/জিপি