শুক্রবার (৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের বদরগঞ্জের ফয়সাল (২৪), বরগুনা জেলা সদরের ফারদিন হাসান (২৫), নেত্রকোনার মোহনগঞ্জের আনোয়ার হোসেন (২৬), কিশোরগঞ্জের হোসেনপুরের আব্দুল কাদির (২৬), নিকলীর শরীফুল ইসলাম (২৫) ও মিঠামইনের শফিকুল ইসলাম (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে বলেন, সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নকর্মী, পরিচ্ছন্নকর্মী (ফরাস) ও মালি পদে নিয়োগ পরীক্ষা ছিল। মোট ৬৬টি পদে ৬ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রক্সি দিতে গিয়ে ছয়জন ভুয়া পরীক্ষার্থী আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মোবাইল ফোন বহনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরবি/