ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
কাপ্তাইয়ে বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় চট্টগ্রাম থেকে শিক্ষা সফরে আসা একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ ৮ শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে শিক্ষা সফরে আসা স্টুডেন্ট কেয়ার প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি বাস কাপ্তাইয়ের শিলছড়ি সড়ক দিয়ে যাচ্ছিল। পথে একটি শিশুকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী গাছে ধাক্কা খায়।

এতে  বাসটির একাংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৮ জন আহত হয়।

স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। এদের মধ্যে চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।

কাপ্তাই থানার সহকারী পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।