শুক্রবার (৯ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবু রায়হান উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আবু বক্করের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে বোয়ালিয়া-নরশিয়া সড়কে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে আবু রায়হান ও সাবদুল নামে দুই ডাকাতকে ধরে ফেলে। পরে তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আবু রায়হান মারা যান। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই