শুক্রবার (০৯ মার্চ) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রথমে রেডিয়ান নিটওয়্যারে আগুনের খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ২টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ও উত্তরার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসবি নিটওয়্যার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
জেডএস