ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে নূর হাকিম (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নুর হাকিম উপজেলার দর্শনা পৌর শহরের মোবারকপাড়া মহল্লা মৃত সাদের আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকেলে নুর হাকিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে মুজিবনগর যাচ্ছিলেন। তারা কার্পাসডাঙ্গা বাজারে পৌঁছালে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নুর হাকিমকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।