রোববার (১১ মার্চ) রাতে উপজেলার খেয়াঘাট বাজার থেকে রাজনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি সোমবার (১২ মার্চ) সকালে বাংলানিউজকে নিশ্চিত করেছে পুলিশ।
পাখি মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আশ্রমশ্রী গ্রামের আকবর মিয়ার ছেলে।
রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) ইমাম হোসাইন বাংলানিউজকে জানান, পাখি মিয়ার বিরুদ্ধে একটি জিআর মামলায় এক মাসের সাজা দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ